Home.jpg

Pioneer Technical Training Academy
Best IT Institute in Bangladesh

কম্পিউটার বেসিক কোর্স

আজকাল, এই প্রযুক্তি বিশ্বে কম্পিউটারের মৌলিক বিষয় জানা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ কম্পিউটার ছাড়া অনেক কাজ করা কঠিন হয়ে পড়েছে । এই কোর্সটি কম্পিউটারের জ্ঞান অর্জনে বিশেষ ভূমিকা রাখবে। এই বেসিক কম্পিউটার কোর্সটি আপনার মৌলিক কম্পিউটার দক্ষতা সর্বোত্তম উপায়ে বাড়িয়ে তুলবে। আমরা শুরু থেকে কম্পিউটারের অংশগুলি যেমন হার্ডওয়্যার থেকে সফ্টওয়্যার এবং আপনার প্রতিদিনের কাজের জন্য কীভাবে এটি পুরোপুরি ব্যবহার করতে হয় তার প্রশিক্ষণ প্রদান করব। এই কোর্সে, আমরা মৌলিক দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করব। বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শেষ করার পরে আপনি কোনও দ্বিধা ছাড়াই যে কোনও পিসি, ল্যাপটপ ব্যবহার করতে সক্ষম হবেন।

আজকাল, এই প্রযুক্তি বিশ্বে কম্পিউটারের মৌলিক বিষয় জানা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ কম্পিউটার ছাড়া অনেক কাজ করা কঠিন হয়ে পড়েছে । এই কোর্সটি কম্পিউটারের জ্ঞান অর্জনে বিশেষ ভূমিকা রাখবে। এই বেসিক কম্পিউটার কোর্সটি আপনার মৌলিক কম্পিউটার দক্ষতা সর্বোত্তম উপায়ে বাড়িয়ে তুলবে। আমরা শুরু থেকে কম্পিউটারের অংশগুলি যেমন হার্ডওয়্যার থেকে সফ্টওয়্যার এবং আপনার প্রতিদিনের কাজের জন্য কীভাবে এটি পুরোপুরি ব্যবহার করতে হয় তার প্রশিক্ষণ প্রদান করব। এই কোর্সে, আমরা মৌলিক দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করব। বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শেষ করার পরে আপনি কোনও দ্বিধা ছাড়াই যে কোনও পিসি, ল্যাপটপ ব্যবহার করতে সক্ষম হবেন।

কি কি শিখতে পারবেন এই কোর্স থেকেঃ-

১. কম্পিউটার ফান্ডামেন্টাল

২. মাইক্রোসফট ওয়ার্ড

৩. মাইক্রোসফট এক্সেল

৪. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট

৫. মাইক্রোসফট একিসস

৬. বাংলা ও ইংরেজী টাইপিং

প্রশিক্ষণ কার্যালয়ঃ

পাইওনিয়ার কারিগরি প্রশিক্ষণ একাডেমী (পিটিএ)

রহমান মঞ্জিল, ওয়াপদাগেইট, পুরানবগুড়া, বগুড়া।

কাউন্সিলর বাড়ী বললে দেখিয়ে দিবে।

৮৮০-১৭১০-৫৮৮৫৮৮, ৮৮০-১৭১২-১২৫৬০২

Email: pioneerbogura@gmail.com

Email: ptabogura@gmail.com

Facebook: pioneerbogura