Home.jpg

Pioneer Technical Training Academy
Best IT Institute in Bangladesh

ডিজিটাল মার্কেটিং

অনলাইন থেকে ইনকাম করার অনেক মাধ্যম আছে। তার মধ্যে অন্যতম ও জনপ্রিয় মাধ্যম হল ডিজিটাল মার্কেটিং।

এক কথায় বলা যায় ডিজিটাল ভাবে যে কাজ গুলো করা হয় সেটাই ডিজিটাল মার্কেটিং। আগের যুগে মানুষ মুখে বলে প্রতিভা প্রচার করত। তাতে অনেক কষ্ট হত এবং প্রচুর সময় ব্যায় হত। আর এখন অনলাইনের মাধ্যমে খুব সহজে আরও বেশি বেশি জনসম্মুখে নিজের প্রতিভার বিকাশ ঘটানো যায়। তাই বলতে পারি অল্প সময়ে ডিজিটাল ভাবে বেশি বেশি প্রচার করার কাজ গুলোই হল ডিজিটাল মার্কেটিং।

বর্তমান সময়ে পেশা বা একজন ফ্রিল্যান্সার হিসেবে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আকাশচুম্বী বলা যায়। নিজের বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং এর খুঁটিনাটি শেখার প্রয়োজনীয়তা অনেক। স্বল্প বাজেটে ডিজিটাল মার্কেটিং এর সহায়তায় কাস্টমার এনগেইজমেন্ট থেকে শুরু করে সেলস জেনারেশন কার্যক্রম গতানুগতিক ট্রেডিশনাল মার্কেটকে পিছনে ফেলে দিয়েছে। ইন্ডিয়াতে ডিজিটাল মার্কেটিং সেক্টরে প্রায় ৮ লক্ষ চাকরি বিদ্যমান, আমাদের দেশেও এই সংখ্যা নেহাৎ কম নয় । সুতরাং, বুঝতেই পারছেন ডিজিটাল মার্কেটিং-এ ক্যারিয়ার ডেভেলপ করার সুযোগ কতখানি। আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে ক্যারিয়ার গড়তে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য।

কি কি শিখতে পারবেন এই কোর্স থেকেঃ-

১. SEO (Search Engine Optimization)

২. SMM (Social Media Marketing)

কোর্সের মেয়াদঃ ৩ মাস

1. Facebook Marketing

2. YouTube Marketing

3. Email Marketing

4. Video Marketing

5. Inbound Marketing

6. Instagram Marketing

7. LinkedIn Marketing

8. Etc

এই কোর্স করতে হলে আপনার অবশ্যই কম্পিউটার বেসিক কোর্স করতে হবে।

প্রশিক্ষণ কার্যালয়ঃ

পাইওনিয়ার কারিগরি প্রশিক্ষণ একাডেমী (পিটিএ)

রহমান মঞ্জিল, ওয়াপদাগেইট, পুরানবগুড়া, বগুড়া।

কাউন্সিলর বাড়ী বললে দেখিয়ে দিবে।

৮৮০-১৭১০-৫৮৮৫৮৮, ৮৮০-১৭১২-১২৫৬০২

Email: pioneerbogura@gmail.com

Email: ptabogura@gmail.com

Facebook: pioneerbogura