প্রতিষ্ঠাতা পরিচিতি

mdmosiurrahman.jpg

আস সালামু আলাইকুম,

পাইওনিয়ার অর্থ পথপ্রদর্শক। “উজ্জ্বল আগামীর পথ প্রদর্শক” এই শ্লোগান নিয়ে ২০১৩ সালে উক্ত নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করি।

দেশে ৯৫% শিক্ষার্থী সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঠ সম্পন্ন করেন কিন্তু কর্মক্ষেত্রে গেলে কারিগরি শিক্ষা ছাড়া সারাজীবনের পড়া নগ্ন্য মনে হয়।

আমি দীর্ঘ দিন সফটওয়্যার ফার্ম, কর্পোরেট অফিস, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছি। যেখানেই গেছি কারিগরি প্রশিক্ষণ বিশেষ করে কম্পিউটার ও ইংরেজিতে দক্ষতা না থাকায় অনেককে অপদস্থ হতে দেখেছি।

তাই এই প্রেক্ষিতে আমার এ একাডেমী প্রতিষ্ঠা করা। বগুড়ায় আমি বিভিন্ন প্রতিষ্ঠান ভিজিট করেছি তাদের পাঠদান সম্পর্কে জেনেছি। তাদের পাঠদানের চেয়ে ব্যবসায়টা বেশি পরিলক্ষিত হচ্ছে। এখানে একই সাথে কম্পিউটার বেসিক টু এ্যাডভান্স, স্পোকেন ইংলিশ, ফ্রিল্যান্সিং পাঠদান কার্যক্রম চালু আছে। সবচেয়ে কম খরচে অনলাইন ও অফলাইনে দেশের যেকোন জায়গা হতে আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

মহান আল্লাহ আমাকে জ্ঞান দান করেছেন তাই সবার মাঝে অত্যন্ত স্বল্প মূল্যে জ্ঞান বন্ঠন করতে চাই।

ইঞ্জিনিয়ার মোঃ মশিউর রহমান
বি.এস.সি, কম্পিউটার সাইন্স।
ডিপ্লোমা, কম্পিউটার সাইন্স।

Summary of Working Experience

Sl. No Project Address Organization Duration Position Held
01 Bogura Poura Highschool & College Bogura College 9th November 2023 to Still Now Lecturer (ICT)
02 Pioneer TT Academy Bogura IT Training Center 4th January 2013 to Still Now Managing Director & Chief Executive Officer (CEO)
03 Raipur Kamil Madrashah Raipur, Lakshmipur Madrasha Jun 2016 to Oct 2022 Lecturer (ICT)
04 Raipur Residential College Raipur, Lakshmipur College Jun 2016 to Oct 2022 Lecturer (ICT)
05 Kazir Dighirpar Alim Madrasha Raipur, Lakshmipur Madrasha Jun 2018 to Oct 2022 Lecturer (ICT)
06 Haidergong Model College Raipur, Lakshmipur College January2014 April 2012 to Jun 2016 Lecturer (ICT)
07 Principal Kazi Faruky College Raipur, Lakshmipur College & School 4th April 2012 to 7th January 2014 Lecturer (ICT)
08 TRAX Technologies Limited Uttara, Dhaka Banking Support Company 1st October 2010 to 31st March 2012 Manager (Marketing & Support)
09 Intelligent Image Management Limited (IIML) Baridhara, Dhakar Resource Mapping Project 29th October 2005 to 1st June 2008 Project Manager
10 Science & Information Foundation(SIT) Malotinagor, Bogura IT Training Center 20th October 2003 to 15th October 2005 Instructor

প্রশিক্ষণ কার্যালয়ঃ

পাইওনিয়ার কারিগরি প্রশিক্ষণ একাডেমী (পিটিএ)

রহমান মঞ্জিল, ওয়াপদাগেইট, পুরানবগুড়া, বগুড়া।

কাউন্সিলর বাড়ী বললে দেখিয়ে দিবে।

৮৮০-১৭১০-৫৮৮৫৮৮, ৮৮০-১৭১২-১২৫৬০২

Email: pioneerbogura@gmail.com

Email: ptabogura@gmail.com

Facebook: pioneerbogura