আমাদের সম্পর্কে

প্রারম্ভিক কথা

২০১৩ সালে পাইওনিয়ার কারিগরি প্রশিক্ষণ একাডেমী চট্টগ্রাম বিভাগের ঐতিহাসিক জেলা গোবাকতরুর দেশ লক্ষ্মীপুরে যাত্রা শুরু করে। দক্ষিণবঙ্গের প্রতিটি ঘরে কমপক্ষে অন্তত একজন সদস্য তাঁদের জীবিকা নির্বাহে বিদেশে পাড়ি জমায়।

উক্ত প্রতিষ্ঠানটির অসংখ্য শিক্ষার্থী প্রশিক্ষিত হয়ে বিদেশে সম্মান ও মর্যাদার সহিত কাজ করে বৈদেশিক মূদ্রার রিজার্ভ বৃদ্ধি করে আসছে। এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে দেশে সরকারি ও বেসরকারী পর্যায়ের উচ্চপদে প্রশিক্ষণার্থীরা কাজ করে দেশের সেবা করে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ মশিউর রহমান উত্তরবঙ্গের রাজধানীখ্যাত বগুড়ায় তাঁর নিজ জন্মভূমিতে একটি কারিগরি প্রশিক্ষণ একাডেমী করার প্রত্যয় নেয়। পরিবারের সদস্য ও এলাকায় বিশিষ্ট্যজনদের সাথে পরামর্শ গ্রহণ করেন। তাঁরা উক্ত প্রতিষ্ঠানের ব্যাপারে আগ্রহ ও স্বাধুবাদ জানায়।

শিক্ষিত যুবসামাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ২০২১ সালে তাঁর নিজ এলাকায় পৈত্রিক জায়গায় ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ও ভবন নির্মানের কাজে নিয়োজিত হন। এতে পরিবারের সকল সদস্য তাঁর সহযোগীতা করেন। বগুড়ায় ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

উদ্দেশ্য ও লক্ষ্য

পরিকল্পিত মানবসম্পদ উন্নয়ন এবং পুঁজির সুপরিকল্পিত ব্যবহারের মাধ্যমে একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন একটি সুনির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোই প্রতিটি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া প্রয়োজন। প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো নির্ধারিত হয় দেশের অর্থনৈতিক ও সামাজিক চাহিদার নিরিখে।

  • নিচে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো দেয়া হলঃ
  • * সাধারণ এবং স্বল্পতম সময়ের মধ্যে সক্ষমতা বৃদ্ধি।
  • * প্রশিক্ষণের পরিমাণগত দিক অর্জন ও গুণগত দিকের উন্নয়ন সাধন করা।
  • * জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় প্রশিক্ষণের ব্যবস্থা করা।
  • * ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পুরণে সক্ষম করে গড়া।
  • * সমাজের চাহিদা পূরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাস্তব সম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা।
  • * স্বল্প অর্থে পরিকল্পিত উপায়ে অধিক প্রশিক্ষণের ব্যবস্থা।
  • * মেধাভিত্তিক প্রশিক্ষণার্থীদের আলাদা করে তাদের মেধানুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা।
  • * দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তির মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা।
  • * শিক্ষার গুণগত মান উন্নয়নে স্কুল-কলেজের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।
  • * আধুনিক বিশ্বের সাথে উন্নয়ত প্রযুক্তি পর্যালোচনা করা সে অনুযায়ী সিলেবাস প্রণয়ন করা।
আমাদের বৈশিষ্ট্য
  • * সার্বক্ষনিক বিদ্যুতের ব্যবস্থা।
  • * সার্বক্ষনিক ব্রডব্যান্ড ইন্টারনেটসহ ওয়াইফাই সুবিধা।
  • * কোলাহলমুক্ত, শান্ত এবং নিরিবিলি পরিবেশ।
  • * প্রজেক্টর সমৃদ্ধ মাল্টিমিডিয়া ক্লাস রুম।
  • * জনপ্রতি একটি কম্পিউটার ব্যবহারের সুযোগ।
  • * ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করার ব্যবস্থা।
  • * পর্যাপ্ত প্রশিক্ষণের সময় দেয়া হয়।
  • * দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা।
  • * মেয়েদের আলাদা ব্যাচের মাধ্যমে শিখার সুবিধা।
প্রশিক্ষণ কার্যালয়ঃ

পাইওনিয়ার কারিগরি প্রশিক্ষণ একাডেমী (পিটিএ)

রহমান মঞ্জিল, ওয়াপদাগেইট, পুরানবগুড়া, বগুড়া।

কাউন্সিলর বাড়ী বললে দেখিয়ে দিবে।

০১৭১০-৫৮৮৫৮৮, ০১৭১২-১২৫৬০২

Email: ptabogura@gmail.com

Facebook: pioneerbogura