xicthsc.jpg

Pioneer Technical Training Academy

Best IT Institute in Bangladesh


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বর্তমানে আমাদের প্রত্যেকের জীবনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Information and Communication Technology) গভীরভাবে জড়িত রয়েছে। আমরা আমাদের দৈনন্দিন প্রায় সকল কাজে প্রযুক্তি (technology) এর ব্যবহার করে থাকি৷ প্রযুক্তি বা টেকনোলোজির ব্যবহার আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে৷

পূর্বে যেখানে একটি কাজ সম্পন্ন করতে অনেক সমস্যায় পড়তে হতো এবং অনেক সময় লেগে যেত এখন প্রযুক্তি ব্যবহার করে সেই কাজ অনেক সহজে এবং খুব কম সময়ে সম্পন্ন করা যায়৷

তাই বর্তমানে ডিজিটাল যুগে প্রযুক্তির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ৷ যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, বাসস্থান, ব্যবসায়-বানিজ্য, অফিস ব্যবস্থাপনা, গবেষনা, সামাজিক যোগাযোগ, সংস্কৃতি বিনিময়, সংবাদ ইত্যাদি সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যপক অবদান রয়েছে৷

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব

দিন দিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে আমাদের সমাজের ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে বলতে গেলে আমরা প্রতি মিনিটেই প্রযুক্তির ব্যবহার করছি। সমাজের অগ্রযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা কত বেশি তা সংক্ষিপ্ত আকারে বলা মুশকিল। বিশ্বের যে সকল দেশ সবচেয়ে বেশি উন্নত তাদের প্রযুক্তির ব্যবহার সবেচেয়ে বেশি। এখন বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও আইসিটির বহুমুখী ব্যবহার করা হচ্ছে।

তাই এখন বাংলাদেশ ধীরে ধীরে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে। একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। যার অর্থ কৃষি, খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস নয়, শিল্প কিংবা বাণিজ্যও নয়, এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। এখন আমাদের প্রয়োজনীয় সকল কাজের পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে যথেষ্ঠ দক্ষতা অর্জন করা প্রয়োজন।

তাছাড়া ভবিষ্যত পৃথিবীর অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। একজন শিক্ষার্থী যতক্ষণ প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত না হবেন ততক্ষণ পর্যন্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, মূল্যায়ন, সংযোজন করে নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না।

এই দক্ষতা অর্জন করতে না পারলে সে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে জ্ঞান ভিত্তিক সমাজে স্থান করে নিতে পারবে না। সেই অর্জন লক্ষ্য করে ২০১২ সালে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে এবং ২০১৩ সালে একাদশ এবং ২০১৪ সালে ৮ম ও নবম শ্রেণিতে ICT বিষয়টি মুল বিষয় হিসেবে যুক্ত করা হয়েছে। মুলত ৬ষ্ঠ শ্রেণিতে কম্পিউটার ফান্ডামেন্টাল, ৭ম শ্রেণিতে অফিস ওয়ার্ড, ৮ম শ্রেণিতে এক্সেল, নবম ও দশম শ্রেণিতে অফিস প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট ও গ্রাফিক্স ডিজাইন যুক্ত করা হয়।

অর্থাৎ ৬ষ্ট থেকে ১০ম শ্রেণির মধ্যে মাইক্রোসফট অফিস সম্পন্ন করা হয়। কিন্তু অফসোসের বিষয় এতো এতো শিক্ষকে প্রশিক্ষণ, কম্পিউটার ল্যাব দেয়া ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রজেক্টর ও শিক্ষকদের ল্যাপটপ ও প্রিন্টার দেয়া থেকে কোটি কোটি টাকা অসাধুদের হাতে চলে গেছে কিন্তু শিক্ষার্থীদের কোন উপকারে আসেনি।

একাদশ ও দ্বাদশ শ্রেণিতে যুক্ত করা হয় প্রথম চ্যাপ্টারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রেক্ষিতে বাংলাদেশ ও বিশ্ব, ২য় চ্যাপ্টারে ডেটা কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্কিং, ৩য় চ্যাপ্টারে সংখ্যা পদ্ধিতি ও ডিজিটাল ডিভাইস, ৪র্থ চ্যাপ্টারে ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML, ৫ম চ্যাপ্টারে প্রোগ্রামিং ভাষা ও C Programming, ৬ষ্ট চ্যাপ্টার ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।

এগুলো সঠিক ভাবে জীবনমুখি শিক্ষা নিতে পারলে একজন শিক্ষার্থী যেকোন একটি বিষয় নিয়ে এক্সপার্ট হয়ে আউটসোসিং করে জীবিকা নির্বাহ করতে পারবে এবং দেশি ও বৈদেশিক মূদ্রা অর্জন করতে পারবে কিন্তু প্রকৃত শিক্ষা দেয়ার মত শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে নেই আছে শুধু প্রাইভেট পড়িয়ে অর্থ উপার্জনের একটি খাত।

কি কি শিখতে পারবেন এই কোর্স থেকেঃ-

১. সকল চ্যাপ্টারের জ্ঞানমুলক অনুধাবমূল প্রশ্নগুলোর সমাধান

২. ২য় - ৬ষ্ঠ চ্যাপ্টারের কম্পিউটারের সাহায্যে প্র্যাক্টিক্যাল

৩. সকল চ্যাপ্টারের বহুনির্বাচনীর সমাধান

৪. সকল চ্যাপ্টারের প্রয়োগ ও উচ্চতর দক্ষতায় সঠিক সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা বৃদ্ধি।

৫. উক্ত বিষয় সমৃদ্ধির মাধ্যমে সকল প্রকার সিদ্ধান্ত নিতে সক্ষম হতে পারবেন।

শিক্ষা প্রতিষ্ঠানে যারা নিয়োজিত হতে পারেন এই কোর্সটি তাদের প্রযুক্তিগত ক্ষমতা সম্পন্ন করে তাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রাধ্যাপকদের প্রয়োজন।

১. স্কুল-কলেজ স্তরে শিক্ষকদের প্রযুক্তি শিক্ষান্তকে সাথে দেয়া হবে।

২. শিক্ষক শিক্ষান্ত দ্বারা গবেষনা করা যাবে।

৩. শিক্ষান্তদের আগতে প্রযুক্তি শেখানো হবে।

৪. শিক্ষান্তদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে প্রযুক্তি শেখানো হবে।

৫. এই দিকে গুরুত্ব দেয়া হবে।

প্রশিক্ষণ কার্যালয়

পাইওনিয়ার কারিগরি প্রশিক্ষণ একাডেমী (পিটিএ)

রহমান মঞ্জিল, ওয়াপদাগেইট, পুরানবগুড়া, বগুড়া।

কাউন্সিলর বাড়ী বললে দেখিয়ে দিবে।

৮৮০-১৭১০-৫৮৮৫৮৮, ৮৮০-১৭১২-১২৫৬০২

Email: pioneerbogura@gmail.com

Email: ptabogura@gmail.com

Facebook: pioneerbogura